দিল্লিতে দুই দিনব্যাপি উচ্চশিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের নিউ দিল্লিতে ‘টিচিং লার্নিং অ্যান্ড নিউ টেকনোলজি’ শীর্ষক উচ্চশিক্ষা বিষয়ক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে  চার সদস্যের একটির প্রতিনিধি দল অংশগ্রহণ করে। রোববার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল, ইন্ডিয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্লানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রাশন এবং সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশনের যৌথ উদ্যোগে নিউ দিল্লির ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। গত ২৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান প্রফেসর ভেদ সেমিনারের উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার ও মানন্নোয়নের উপর নিবীড়ভাবে আলোচনা করে। সেমিনারে ১৭টি একাডেমিক এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রফেসর আবদুল মান্নান সেমিনারে বাংলাদেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দ্রুত শিক্ষা বিস্তার ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
তিনি ইউজিসি’র মাধ্যমে বিশ্ব ব্যাংকের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে উচ্চশিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তনের অভিজ্ঞতা সেমিনারে বর্ণনা করেন। সভার শেষে সকলে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, এ অঞ্চলে শিক্ষার দ্রুত বিস্তারের জন্যে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় টেকনোলজি গ্রহণ করার উপযুক্ত সময় এখনই।

সভায় এশীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশেল প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব নাজমুল হক খান।

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।