ফিলিং স্টেশনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনে ঢালাই চলাকালে ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে আগৈলঝাড়ার বাইপাস সড়কের ফুল্লশ্রী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল ও বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গৌরনদী উপজেলার পালরদী গ্রামের কবির হোসেনের ছেলে এমদাদুল (৪০), একই উপজেলার হোসনাবাদ গ্রামের আ. ছত্তার মোল্লার ছেলে আ. রহমান মোল্লা (২৮), আগৈলঝাড়ার মধ্যশিহি পাশা গ্রামের মো. আলমগীরের ছেলে আমিনুল (৩২), পুর্বসুজনকাঠী গ্রামের উমেদ আলী আকনের ছেলে শামীম আকন (৩৪), মাগুরা গ্রামের মহর উদ্দিনের ছেলে মিজান (৪০), একই গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২৪) মেদাকুল গ্রামের মকবুল মোল্লার ছেলে মোকলেচ মোল্লা (৩২) ,কালকিনি উপজেলার মাইচপাড়া গ্রামের মনু হাওলাদারের ছেলে সফর হাওলাদার (৩০), সেলিম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদারসহ (২৪) ১০ জন শ্রমিক। এদের মধ্যে গুরুতর আহত এমদাদুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং বাকিদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ মহাসড়কের পাশে ফিলিং স্টেশন নির্মাণ করছিলেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ সান্টু ভুইয়া। বেলা ১১টার দিকে ওই ফিলিং স্টেশনের ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়লে নির্মাণ শ্রমিকরা নিচে চাপা পড়েন। এসময় এলাকাবাসী ও গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা আহত নির্মাণ শ্রমিকদের উদ্ধার শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনের ভবনটি ডোবার মধ্যে বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছিল। বালুর স্তর সরে যাওয়ার কারণেই ছাদ ঢালাইয়ের সময় দুইটি পিলার ধসে পড়লে এ ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ফিলিং স্টেশনের ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ ভবনের দুইটি পিলার ধসে পড়লে ১০ নির্মাণ শ্রমিক আহত হয়। গুরুতর আহত এমদাদুল হককে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং বাকিদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/এবিএস