একটু অপেক্ষা করুন সুদিন আসছে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, সংসদে আমরা বিরোধীদল, কিন্তু সেই দায়িত্ব কী আমরা পালন করছি। বিরোধীদলের মুখ থেকে আমরা কোনো সরকারের সমালোচনা শুনিনা, বরং প্রশংসা শুনছি। এটা কোনো বিরোধীদল হতে পারেনা। তাই আগামী নির্বাচনে আমরা ১৫১ আসন নিয়ে ক্ষমতায় যেতে চাই।
রোববার দুপুরে জামালপুর পাবলিক হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এরশাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে আজ শিশু হত্যা হচ্ছে। মেয়েরা ঘর থেকে বের হতে পারছেনা। ধর্ষিত হতে পারে এমন আশঙ্কায় অভিভাবকরা তাদের মেয়েদের বাল্য বিয়ে দিচ্ছে। দেশে এখন সুশাসনের অভাব, আমরা ক্ষমতায় গেলে সেই সুশাসন ফিরিয়ে আনবো, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। জাতীয়পার্টি জেগে উঠেছে, তাই নতুন প্রাণের সঞ্চার হয়েছে। একটু অপেক্ষা করুন সুদিন আসছে।
তিনি আরো বলেন, ৬ বছর জেল খেটেছি, তবুও মাথা নত করিনি। চৌদ্দ বছর নয় মাস পর আমার বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলা দেওয়া হয়েছে এবং ২৫ বছর ধরে এ মামলা এখনো চলছে। ভয়ের কোনো কারণ নেই বিচারক সুবিচার করবেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, কেন্দ্রীয় নেতা তরুণ বসু, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।
শুভ্র মেহেদী/ এমএএস/এবিএস