মেহেন্দিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৬


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

নাশকতার পরিকল্পনার অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মাওলানা সিদ্দিকুর রহমান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি  ফরহাদ হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, উলানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ হোসেন, ইলিয়াস হোসেন (১৮), আবু জাফর (১৯), রুবেল হোসেন (১৮) এবং সাইফুল ইসলাম।
Barishal
পুলিশের সূত্রমতে রোববার বেলা ১১টার দিকে উলানিয়ার পূর্ব ষট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে অপর একটি সুত্র জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত নেতার প্রচারণা বাধাগ্রস্থ করতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে জাগো নিউজকে জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি বাড়িতে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন এই জামায়াত শিবির কর্মীরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটকদের কাছ থেকে ৩টি চাকু, বই এবং সংগঠনের কাগজ পত্র জব্দ করা হয়েছে। আটকদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ আমীন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।