বিএনপির অভিযোগ আমলে নেবে না ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) যেসব অভিযোগ দিচ্ছে সেগুলোর কোনোটাই সুনির্দিষ্ট নয়- এমন কারণ দেখিয়ে এসব অভিযোগ ইসি আমলে নেবে না বলে জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব সিরাজুল ইসলাম। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন ও বিধি অনুসারে ইসি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে ইউপি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা জানান সিরাজুল ইসলাম। তার আগে দুপুরে ইসিতে গিয়ে বিভিন্ন অভিযোগ লিখিত আকারে জমা দিয়ে আসেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী তখন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, সরকার দলীয়রা সারাদেশে ১৪০টি স্থানে বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমাতে বাধা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ, ভয়ভীতি দেখানোসহ অনেককেই ঘরবাড়ি ছাড়া করা হয়েছে।
এসব বিষয়ে ইসি সচিব বলেন, এর আগে সব নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করেছি আমরা। ইউপি নির্বাচনও নিরেপেক্ষভাবে সম্পন্ন করবো।
তবে বিএনপির আশঙ্কা আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না।
সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আইনের কোনো ব্যত্যয় হলে বিধি ও আইন অনুসারে ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি।
বিএনপি আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিচ্ছে, আপনারা এরপরও বলছেন বিএনপর সব অভিযোগ ঢালাও। তাহলে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন বলবেন? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের এই সচিব বলেন, ‘আমি বলছি না বিএনপির অভিযোগ ভিত্তিহীন, বলেছি ঢালাও। এখন পর্যন্ত আমাদের কাছে বিএনপির কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। ঠিক কোথায় কার বিরুদ্ধে কী অভিযোগ এমনভাবে আসেনি।’
এবার মোট ছয় ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। প্রথম ধাপে ভোটগ্রহণ ২২ মার্চ। এরপর ৩১ মার্চ, ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে এবং ৪ জুন বিভিন্ন ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচনের আয়োজন হবে।
এইচএস/এনএফ/পিআর