রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জের ধরে রংপুরের মিঠাপকুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের রশীদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মমদেল হোসেনের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই ইউনিয়নের হাতিমপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের (৩৬) সঙ্গে মাসুদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আর এরই জের ধরে সন্ধ্যা ৬টার দিকে মাসুদ বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার সময় শফিকুল তার সঙ্গীদের নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। পরে স্থানীয়রা এগিয়ে এসে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের করা হয়নি।
জিতু কবীর/এআরএ/পিআর