সাংবাদিকদের ঐক্যে এবিএম মূসা ছিলেন সোচ্চার


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের ঐক্যের বিষয়ে এবিএম মূসা ছিলেন সব সময় সোচ্চার।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এবিএম মূসার ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলন পর্যন্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু দুর্ভাগ্য দেশে গণতন্ত্র আসার সঙ্গে সঙ্গে বিভক্ত হয়ে পড়ে সাংবাদিক সমাজ।’

রাজনৈতিক কারণে সাংবাদিকরা একত্রিত হতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন, তবে সাগর-রুনি হত্যার বিচারকে কেন্দ্র করে আমরা একত্রিত হতে চেয়েছিলাম এবং মূসা ভাই তার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু দুজন ব্যক্তির অনুপস্থিতি আবার সে ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

স্মরণ সভায় অংশ নিয়ে প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আইয়ুব খানের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে সাংবাদিকরা একত্রিত হয়ে ঢাকা প্রেসক্লাব থেকে যে মিছিল বের করেছিলেন তা আর কোনো দিন দেখা যায়নি।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন।

এতে আরো অংশ নেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সোহরাব হোসেন খান, আবদুর রহিম, ফয়েজ আহমেদ, মাহমুদ হোসেন খান দুলাল, নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মুনু, পিআইবির অধ্যাপক শেখ আবদুস সালাম,  এরশাদ মজুমদার, মাহফুজ উল্লাহ প্রমুখ।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।