রাইড শেয়ারিংয়ের আড়ালে ইয়াবার কারবার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
গ্রেফতার ৩ মাদক কারবারি

টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন মাহমুদুল হাসান (৪১)। তাকে এ কাজে সহযোগিতা করেন স্ত্রী মীম (২২) এবং ভাতিজা সোহাগ (৩৭)। মীমের হেফাজতে থাকে ইয়াবা। আর সোহাগ রাইড শেয়ারিংয়ের গাড়ি চালানোর আড়ালে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন। তাদের গ্রেফতারের পর এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাইড শেয়ারিংয়ের আড়ালে ইয়াবার কারবার, গ্রেফতার ৩

আরও পড়ুন>> এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুরের শেওড়াপাড়ার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রক্ষিত ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০ পিস এবং মীমের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন>> ইয়াবাসহ অটোরিকশা আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি মূলত ইয়াবার কারবার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

আরএসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।