শাহজালালে ৪ অবৈধ ডলার ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবৈধ ডলার ব্যবসার দায়ে চারজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার রাত ৯টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সুজন আকন্দ (২৯), সাইফুল (৩২), মো. খোরশেদ (২৭) এবং মাঈন উদ্দিন (৩৫)। এএপির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে ১৮৫ সৌদি রিয়াল, ৩৫০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪০ মার্কিন ডলার, বাহরাইনের ৭ দিনার, ২৮ ওমানি রিয়াল, ৪০ সিঙ্গাপুরি ডলার, ৬০ দিরহাম এবং কাতারের ১০ রিয়াল পাওয়া যায়।

এএপি জানায়, ব্যবসায়ীরা শাহজালালের ৬নং গেটের বাহিরে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিদেশগামী যাত্রীদের কাছে অধিকমূল্যে বৈদেশিক মূদ্রা বিক্রি করে যাত্রী হয়রানি ও গণউপদ্রব সৃষ্টি করছিলেন।

সেখানে ডিউটিরত এএপির সদস্যরা তাদের আটক করে অফিসে নিয়ে আসেন। পরে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।