বাণী-বচন: ২৯ ফেব্রুয়ারি ২০১৬
শান্তি
অসাধু লোকেরা কখনো শান্তি পাবে না।–টমাস হাডি
গৃহের শান্তি স্বর্গের শান্তির চেয়ে কম নয়।– গোল্ড স্মিথ
শান্তি কি কেবলমাত্র জীবনমৃত্যুর ঘোলাক্লান্তি?-বিষ্ণু দে
যার গৃহে শান্তি বজায় থাকে বিধাতা তাকে ভালোবাসেন।– কার্ভেন্টিস
শান্তির প্রকাশ সবসময়েই সুন্দর ও সহজ হয়।– ওয়াল্ট হুইটম্যান
বচন
যদি বর্ষে পুষে,
কড়ি হয় তুষে।
অর্থ: পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বেচেও অঢেল টাকাকড়ির বন্দোবস্ত করবে।
এইচআর/এমএস