আজকের এই দিনে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:০৪ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে প্রচণ্ড ভূমিকম্পে মরক্কোর আগাদির নগর বিধ্বস্ত হয় এবং ১২ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

১৫০৪: খ্রিস্টাব্দের  এই দিনে কলম্বাস তার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে একটি চন্দ্রগ্রহণের ভবিষ্যৎদ্বাণী করেন।

১৭১২ খ্রিস্টাব্দের  এই দিনে সুইডেনে ২৯ ফেব্রুয়ারির পর ৩০ ফেব্রুয়ারি হলো। এর কারণ তারা আগের নিয়মে ফিরতে চেয়েছিল।

১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র আর গ্রেট ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ওয়াশিংটন চুক্তির স্বাক্ষরিত হয়।

১৮৬৪ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় ‘Kilpatrick-Dahlgren Raid’ ব্যর্থ হয়। ধূলিস্যাৎ হয় ১৫ হাজার ইউনিয়ন সৈন্যকে মুক্ত করার চেষ্টা।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে ফিনল্যান্ড এবং রাশিয়ার ভেতর শীতকালীন যুদ্ধের শান্তি আলোচনা শুরু হয়।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনির অ্যাডমিরালটি দ্বীপ মার্কিন বাহিনী আক্রমণ করে।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ পররাষ্ট্রসচিব জন সেলওয়েন লয়েড তার মধ্যপ্রাচ্য শান্তি মিশন শুরু করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ঘোষণা দেন তিনি দ্বিতীয় বারের মতো দেশ চালাবেন।

১৯৬০খ্রিস্টাব্দের  এই দিনে মরক্কোর আগাদির শহরে ভয়াবহ ভূমিকম্পে মারা যায় ১৫ হাজার মানুষ।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বসনিয়ার রাজধানী সারয়েভোতে সার্ব সেনাবাহিনীর অবরোধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এটা ছিল আধুনিক সময়ে কোনও রাজধানীর সবচেয়ে বড় অবরোধের ঘটনা।

২০০০ খ্রিস্টাব্দের  এই দিনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মোজাম্বিকের বন্যার আক্রান্তদের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। ওই বন্যাতে ৮০০ লোক নিহত হয়।

২০০৪ খ্রিস্টাব্দের  এই দিনে  হাইতির প্রেসিডেন্ট জাঁ বেত্রাদঁ আরিস্তিদকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।