সড়কে পড়েছিল পলিথিনে মোড়ানো নবজাতকটির মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে

রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। ছেলে নবজাতকটির বয়স একদিন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার সরকার জানান, আমরা খবর পেয়ে মোহাম্মদপুর তাজমহল রোড এলাকার একটি ফাঁকা জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় একদিনের নবজাতক ছেলেটির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডাস্টবিনে ৩১ নবজাতক : স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ 

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।