কিবরিয়া হত্যা : ১০ আসামির মালামাল বাজেয়াপ্তের আদেশ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরসহ পলাতক ১০ জনের মালামাল বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল­্লাহ এ আদেশ দেন।

এ সময় কারাগারে থাকা ১৪ জনের মধ্যে ১১ জন এবং জামিনে থাকা ৮ জনের মধ্যে ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। ৩১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তবে এ সময় উক্ত মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।

উল্লেখ্য, কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় মোট ৩২ জনকে আসামি করে সর্বশেষ সম্পূরক চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। এদের মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে আছেন এবং ১০ জন পলাতক রয়েছেন। হত্যা মামলাটির বিচারকার্য বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে।

এখলাছুর রহমান খোকন/এফএ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।