গুলশানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর গুলশান-১ ও এর আশেপাশে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার দুপুর ১২টার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Gulshan-Razuk

গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদে রাজউকের অভিযান চলছে। ডিএনসিসি মার্কেট এবং গুলশান শপিং সেন্টারে অভিযান চলছে। অভিযানের এক পর্যায়ে ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।

এআর/আরএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।