ফেসবুকের পার্সওয়ার্ড চুরি করে চাঁদা চেয়ে গ্রেফতার ১


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ই-মেইল ও ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে চাঁদা দাবি ও আদায়ের অপরাধে মেহেদী হাসান নামে এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মেহেদী ঢাকার একটি প্রাইভেট কলেজে কম্পিউটার বিষয় ডিপ্লোমা করছেন।

রোববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও সিমও জব্দ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি, কোম্পানি, ফ্যাশন হাউজে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে চাঁদা আদায় করে আসছিলেন। গত ১ ফেব্রুয়ারি ডেভন ফ্যাশনের ইমেইল এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন মেহেদী। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।

মেহেদীর সহযোগীদের ধরতে ডিবির অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এআর/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।