সাতক্ষীরার দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বার্নিকাট
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরস্থ বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর এমপ্রুভড প্রকল্পের দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
সোমবার দুপুরে ইউএসএইডের অর্থায়নে পরিচালিত এ দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করেন।
পরিদর্শনকালে খামারি পূর্ণিমা বৈরাগী, ফজলুর রহমান, আতিয়ার রহমান, লুৎফর রহমানসহ দশজন দুগ্ধশীতলীকরণের সাফল্য ও সমস্যার কথা তুলে ধরেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আগের তুলনায় দুগ্ধ উৎপাদনে পরিবর্তন সম্পর্কে জানতে চান। বিকালে কলারোয়া উপজেলার একটি মৎস্য খামার পরিদর্শন করেছেন।
এআরএ/পিআর