হাতিরপুলে বহুতল ভবনে আগুন
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাতিরপুলের রাইটার্স হাসপাতালের পাশের একটি ১৬তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতর থেকে ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, হাতিরপুলের রাইটার্স হাসপাতালের পাশের একটি ১৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসর ১০টি ইউনিটের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
জেইউ/বিএ