র‌্যাবের অভিযানে ৩৫৫ মোবাইলসহ ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে পৃথক অভিযানে মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. রবিসহ (৪৮) চক্রের ২৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের অভিযানে ৩৫৫ মোবাইলসহ ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেফতার

চক্রের মূলহোতা মো. রবিসহ (৪৮) অন্য গ্রেফতার ব্যক্তিরা হলেন-সোহেল রানা (২৭), মো. আব্দুল মজিদ (২৬), মো. জুয়েল (২৮), মো. আল আমিন (৩৮), মো. সাগর হোসেন (২০), মো. ফাহিম (২০), মো. ইব্রাহিম (৩১), মো. দেলোয়ার হোসেন (৩৯), মো. রানা ইসলাম (২১), রানা চন্দ্র দাস (২৬), মো. সালাউদ্দিন (৪০), মোশারফ হোসেন (২৫), মো. মানিক (২২), মো. সগির (২৮), মো. পারভেজ হোসেন (২৮), মো. সবুজ গাজী (৩৭), আরিফ হোসেন (২০), মো. মুসা শেখ(২৮), মো. সিদ্দিকুর রহমান (২৫), মো. হাদীদ ইকবাল বাপ্পী (৩৫), শামীম রহমান রাহাত (২৮), মো. ইসমাইল(৩৫), মো. আলী ইসলাম(৫০) ও মো. রাজু (২২)।

র‌্যাবের অভিযানে ৩৫৫ মোবাইলসহ ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেফতার

গ্রেফতারদের কাছ থেকে দেশি-বিদেশি ব্রান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাইকরা মোবাইলফোন এবং ৫১টি মোবাইলের চার্জার জব্দ করা হয়।

র‌্যাবের অভিযানে ৩৫৫ মোবাইলসহ ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেফতার

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাবের অভিযানে ৩৫৫ মোবাইলসহ ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেফতার

অধিনায়ক জানান, গ্রেফতাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকরা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব মোবাইলফোন স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।