নারী দিবসের সম্মাননায় রুনা লায়লা


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০১ মার্চ ২০১৬

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দেশ-বিদেশে গান করে তিনি জয় করেছেন কোটি শ্রোতার মন। দীর্ঘ ক্যারিয়ারের লম্বা সফরে তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে অসংখ্য অর্জনের রঙিন পালক।

রুনা লায়লা এখন স্বীকৃতির উর্দ্ধে। তবু তাকে সম্মান জানানোর আয়োজন করা হয় সংগীত ও সংগীতে নারীর অসাধারণ সাফল্যকে সম্মান জানানোর তাগিদে। তেমনি আসছে ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য ‘সেরা নারী ও বাংলাদেশ’ শিরোনামে একটি অনুষ্ঠানে কীর্তিময়ী নারী হিসেবে বিশেষ সম্মাননা পাচ্ছেন এই গানের পাখি।

আয়োজক সূত্রে জানা গেছে, সংগীতে অসামান্য অবদান রাখায় রাউন্ড দ্য ক্লক ও বাংলানিউজের যৌথ আয়োজনে রুনা লায়লাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতায় রয়েছে আইএফঅঅইসি ব্যাংক। আয়োজনে রুনা লায়লাকে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হবে।

এ আয়োজনে আরো ৪ জনকে সম্মাননা দেওয়া হবে। তারা হলেন, সুলতানা কামাল, বিবি রাসেল, নাফিজা কামাল ও ওয়াসফিয়া নাজরিন।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হবে শিগগিরই।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।