মতিঝিলে প্রকাশ্যে ধূমপানের দায়ে ৪ জনকে জরিমানা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০১ মার্চ ২০১৬

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে ধূমপানের দায়ে ব্যাংকার, ছাত্রসহ চার জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের দায়ে আইনজীবীর গাড়িসহ চার চালককে জরিমানা করা হয়।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কুদ্দুসের ভ্রাম্যমাণ আদালত তাদের এই শাস্তি প্রদান করেন। এদিন মতিঝিলে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কুদ্দুসের নের্তৃত্বে  অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মো. কুদ্দুস জানান, ফুটপাতকে অবৈধ দখল থেকে মুক্ত করার জন্য আমরা এ অভিযান চালাচ্ছি। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত  এ উচ্ছেদ অভিযান চলে। এসময় বিভিন্ন আইন অমান্য করায় ৮ জনকে ২০০ থেকে ৩০০ টাকা করে মোট এক হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

vharmoman-adalaot
এরমধ্যে রাস্তার পাসে অবৈধ পার্কিংয়ের দায়ে চার ব্যাক্তিকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রকাশ্যে ধূমপান করার দায়ে চারজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
তিনি আরো জানান, মতিঝিল শাপলা চত্ত্বর সোনালী ব্যাংকের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এসময় দিলকুশা, বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তাসহ শাপলা চত্ত্বর এলাকার ফুটপাতে প্রায় দুইশতিাধিক অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।