লক্ষ্মীপুরে ৮ জেলের জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ শিকারের সময় আটক ৮ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল এ জরিমানা আদায় করেন।
এর আগে বিকেলে রামগতি মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০০ মিটার কারেন্ট জাল, ২টি বেহেন্দি জাল ও ১০০ কেজি পোয়া মাছের পোনাসহ তাদের আটক করে নৌ-পুলিশ। পরে জাল প্রকাশ্যে ভস্মীভূত ও মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার চরলক্ষ্মী গ্রামের ললিত মোহন জলদাস, অনন্ত জলদাস, ক্ষিরমন জলদাস, বিপ্লব জলদাস, শিপন জলদাস, রাধা কমল জলদাস, বিপ্লব জলদাস ও সারধা জলদাস। তাদের প্রত্যেকের ৪ হাজার টাকা করে মোট ৩২হাজার টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল বলেন, নিষিদ্ধ সময় মাছ ধরায় এদের ওই জরিমানা করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারায় ওই অর্থদণ্ড করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় ২ মাস পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
কাজল কায়েস/এসএস/পিআর