নেত্রকোনায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন
নেত্রকোনা সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাই আলমগীর হোসেন (৩৫) শাশুড়ি ফাতেমা আক্তারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাতে সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোবারকপুর গ্রামের আবদুল কাদিরের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে মেয়ের জামাই আলমগীর হোসেনের কিছু দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত সাড়ে ১০টার দিকে আলমগীর দা দিয়ে শাশুড়ি ফাতেমা আক্তারকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর আলমগীর হোসেন পালিয়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুল আলম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কামাল হোসাইন/এসএস/পিআর