লাদেনের উইল প্রকাশ
আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের হাতে লেখা একটি উইল প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এতে লাদেন দাবি করেছেন তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি ৯০ লক্ষ ডলার। মঙ্গলবার উইলটি প্রকাশ করা হয়েছে। খবর- বিবিসি
২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের সময় মার্কিন বাহিনী অন্যান্য কাগজপত্রের সঙ্গে উইলের দলিলটিও বাজেয়াপ্ত করেছিল।
খবরে বলা হয়েছে, উইলটিতে ওসামা বিন লাদেন তার বেশিরভাগ অর্থ ইসলামী জঙ্গিবাদে সহায়তার জন্য দান করেছেন। কিছু অর্থ দান করেছেন তার নিকটাত্মীয়দের জন্য।
উল্লেখ্য, পাকিস্তানের অ্যাবোটাবাদের গোপন আস্তানায় ২০১১ সালে বিশেষ অভিযানে তার মৃত্যু হয়। পরে তদার মরদেহ সাগরে সমাহিত করা হয়।
আরএস/পিআর