এমএ মান্নান জামিনে মুক্ত


প্রকাশিত: ০৬:৪২ এএম, ০২ মার্চ ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতাল থেকে মুক্তি লাভের পর তিনি নিজ বাড়িতে যান।

অধ্যাপক এমএ মান্নানের আইনজীবী গাজীপুর বারের সভাপতি ড. শহিদউজ্জামান জানান, মোট ২২টি মামলায় অধ্যাপক এমএ মান্নান উচ্চ আদালতে থেকে জামিন লাভের পর বুধবার কারামুক্ত হলেন।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে আক্রান্ত অধ্যাপক এমএ মান্নানকে গত বছর ২১ মে চিকিৎসকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে পাঠানো হয়। মুক্তি লাভের আগ পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুক্তি লাভের সময় হাসপাতাল গেটে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কাউন্সিলর তানভীর আহমেদ, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল খালেক ডিলার প্রমুখ।

গত বছর ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। ইতোমধ্যে দুইটি মামলায় অধ্যাপক এমএ মান্নানের নামে চার্জশিট দাখিল হয়েছে। গত বছর আগস্ট মাসে অধ্যাপক এমএ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছর ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।