জবিতে ‘ওয়ার্কসপ অন টিম বিল্ডিং’ অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হেকেপ প্রকল্পের ‘সেলফ এ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি ইন হায়ার এডুকেশন (আইকিএসি)’ এর আওতায় ‘টিম বিল্ডিং’ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে এ ওয়ার্কসপের আয়োজন করে।
ওয়ার্কসপে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটশনাল কোয়ালিটি সেলস এর পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। ওয়ার্কসপে বিভাগীয় শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন।
সুব্রত মণ্ডল/এসকেডি/আরআইপি