কোল্ড স্টোন ক্রেমারি এখন ঢাকায়
দেশের প্রথম সারির ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড অলিভ ট্রি ফুডস ঢাকায় নিয়ে এলো নতুন আইসক্রিম ব্র্যান্ড কোল্ড স্টোন ক্রেমারি। বিশ্বের ২৭টি দেশে ১৩০০ এর বেশি স্টোর আছে এই প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ডটির। বিশ্বজুড়ে কোল্ড স্টোন ক্রেমারি সুপরিচিত এর ‘মেড ফ্রেশ ডেইলি’আইসক্রিম ক্রিয়েশনস, সুপার রিচ ক্রিম সিগনেচার ক্রিয়েশনস, শেকস এবং স্মুদিস এর মাধ্যমে সবাইকে ‘আল্টিমেট আইসক্রিম এক্সপেরিয়েন্স’ দিয়ে।
সম্প্রতি রাজধানীর গুলশানে ফিতা কাটা’র মাধ্যমে উদ্বোধন হয়ে গেল কোল্ড স্টোন ক্রেমারির। এসময় উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বেসির ডেপুটি চিফ অব মিশন মি. ডেভিড মেয়ালে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট কাহালা ব্র্যান্ডস, মি. এডি জিমেনজ, অলিভ ট্রি ফুডস লি. এর চেয়ারম্যান মি. এহসানুল হাবিব এবং এমডি মি. শেখ আফতাব আহমেদ প্রমুখ।
কোল্ড স্টোন ক্রেমারির সিগনেচার ক্রিয়েশনস থিমে ছিল আকর্ষনীয় ফ্যাশন শো। এছাড়া ফ্ল্যাশ মব, লাইভ মিউজিক মাতিয়ে রাখে সবাইকে। তবে আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিল কাপ, কোন এবং ওয়াফল বোল ভরা মুখরোচক আইসক্রিম।
১৯৮৮ সালে ইউএসএ এর অ্যারিজোনায় প্রথম যাত্রা শুরু করে কোল্ড স্টোন ক্রেমারি আইসক্রিম। নতুন নতুন স্বাদ আর ক্রিয়েশসনস নিয়ে এসে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আইসক্রিম ব্র্যান্ডটি। এদিকে অলিভ ট্রি ফুডস লি. (ওটিএফএল) বাংলাদেশের অন্যতম ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড হিসেবে নিজেদের দাড় করিয়েছে কয়েক বছর ধরে।
‘ওয়টারক্রেস’ এবং ‘অরেঞ্জ অ্যান্ড হাফ ক্যাফে’ এরই মধ্যে প্রকিষ্ঠিত দুটি ব্র্যান্ড। এবার নিজেদের তৃতীয় ব্র্যান্ড হিসেবে ওটিএফএল নিয়ে এসেছে প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড ‘কোল্ড স্টোন ক্রেমারি’।
ওটিএফএল ‘কাহালা ব্র্যান্ডস’ এর মাস্টার ফ্রাঞ্চাইজ। যারা স্কটসডেল অ্যারিজোনা ইউএসএ এর ১৮ টি ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডের আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজার। বিজ্ঞপ্তি।
এআরএস/পিআর