অপহৃত প্রবাসী কুমিল্লায় উদ্ধার : সহোদর গ্রেফতার
অপহৃত শিশু মাহি ও মিতুকে কুমিল্লায় উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে এবার ঢাকা থেকে সিয়াম আহমেদ মাহিন নামে এক লিবিয়া প্রবাসীকে উদ্ধার করেছে র্যাব। ১৫ দিন আগে ওই প্রবাসীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রবাসীকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিটমান থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের সদস্য দুই সহোদর মোতালেব হোসেন (৩৫) ও আক্তার হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লাস্থ র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশীদ আলম ও এএসপি মংনেথোয়াই মারমা এ তথ্য জানান,
র্যাব জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানচাড়াই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে লিবিয়া প্রবাসী মো. সিয়াম আহমেদ মাহিনকে (২৫) দুর্বৃত্তরা ১৫ দিন আগে ঢাকার পল্টন থেকে অপহরণ করে। পরে অপহরণকারীরা মাহিনের বাবা হেলাল উদ্দিন ও তার ভাই বাহার মিয়ার মোবাইল ফোনে প্রথমে এক কোটি টাকা এবং পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
ব্রিফিংয়ে জানানো হয়, র্যাব-১১ এর একটি দল অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার ভিটমান গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের সাদেক মেম্বারের বাড়ি ঘেরাও করে তার একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত সাদেক মেম্বারের ছেলে মোতালেব হোসেন (৩৫) ও আক্তার হোসেনকে (২৬) আটক করা হয়। এ ঘটনায় রাতে দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর