মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার উদ্বোধন


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৪ মার্চ ২০১৬

প্রবাসে ব্রুকলিনবাসী বাঙালির সাফল্য, সংগ্রাম এবং অর্জনের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে যাত্রা শুরু করলো মিলেনিয়াম টিভি ইউএসএ’র ব্রুকলিন শাখা। ২৮ ফেব্রুয়ারি ব্রুকলিনের বাউন্ড ফর সাকসেস টিউটরিং সেন্টারের অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিলেনিয়াম টিভি ইউএসএ’র চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নুর, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর নুর মোহাম্মদ, ডিরেক্টর নিশাত নুর, চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম, উপদেষ্টা দিমা নেফারতিতি এবং মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার জয়েন্ট ব্যুরো চিফ ও বাউন্ড ফর সাকসেস টিউটরিং সেন্টারের যুগ্ম কর্ণধার কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ মাহাব এবং মাইনুল আলম বাপ্পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন ব্রুকলিনের রিহ্যাব কেয়ার এবং পান্ডা লার্নিংয়ের কর্ণধার জুডি স্ত্রসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখার ম্যানেজার এ এইচ খন্দকার জগলু, নোয়াখালী সমিতির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মানিকি, কাদের মিয়া ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র প্রজন্ম লীগের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবুল খায়ের, বাংলা গ্রোসারির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্রুকলিন বাঙালিসহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্রুকলিনের টিউটরিং সেন্টার বাউন্ড ফর সাকসেসের শিক্ষক ফাহাদ, ফারিয়া, আমরিন, নাসরিন মালিক, শেলী রিজওয়ানাসহ বাউন্ড ফর সাকসেসের শিক্ষার্থী ও অভিভাবকরা।

melinium-TV

সভাপতির ভাষণে মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নুর মোহাম্মদ বলেন, ‘বিশ্বজুড়ে বাংলা- এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কাজ করে যাচ্ছে মিলেনিয়াম টিভি। প্রবাসী বাঙালি তথা সকল বাঙালির সাফল্য-সংগ্রাম-বিজয়ের গল্প সারা বিশ্বজুড়ে সম্প্রচার করাই মিলেনিয়াম টিভির লক্ষ্য। বিশ্বের যেখানেই বাঙালি, সেখানেই মিলেনিয়াম টিভি। আজ আমরা এসেছি আমাদের ব্রুকলিনের সম্মানিত বাঙালি ভাইদের সাথে একযোগে কাজ করবার শুভ সূচনা করতে। ব্রুকলিনের প্রতিটি বাঙালি ভাই-বোনের সাফল্য সংগ্রামের বিজয়গাঁথা আমাদের ব্রুকলিন ষ্টুডিও থেকে আমরা সরাসরি তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাই ব্রুকলিনে আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রসারের অন্যতম আয়োজক টিউটরিং সেন্টার বাউন্ড ফর সাকসেসের যুগ্ম কর্ণধার মোহাম্মদ মাহাব এবং মাইনুল আলম বাপ্পিকে যারা ব্রুকলিন কমিউনিটির সাথে মিলেনিয়াম টিভির সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমি ধন্যবাদ জানাই এই ব্রুকলিন কমিউনিটির প্রত্যেক সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাই-বোনদের। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করি এবং সারা পৃথিবীকে জানাই প্রবাসী বাঙালির গৌরবের গল্পগাঁথা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুডি স্ত্রসেল বলেন, ‘বাঙালি এক মহান জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। প্রবাসে বাঙালিরা তাদের শ্রম, মেধা এবং মানবিকতা দিয়ে ক্রমাগত তাদের মাতৃভূমির মুখ উজ্জ্বল করছেন। ব্রুকলিন কমিউনিটির সংবাদ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য মিলেনিয়াম টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি মিলেনিয়াম টিভি ইউএসএ’র নিরন্তর সাফল্য কামনা করি।’

melinium-TV

অনুষ্ঠানে মিলেনিয়াম টিভির পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নুর, ডিরেক্টর নিশাত নুর, ব্যবসায়িক পার্টনার আমির আলী, চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম এবং মিলেনিয়াম টিভি ব্রুকলিন শাখার জয়েন্ট-ব্যুরো চিফ মোহাম্মদ মাহাব ও মাইনুল আলম বাপ্পি। সকলেই মিলেনিয়াম টিভির অগ্রযাত্রায় ব্রুকলিনবাসির দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী এক্সচেঞ্জ ব্রুকলিন শাখার ম্যানেজার এ এইচ খন্দকার জগলু, নোয়াখালী সমিতির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মানিকি, কাদের মিয়া ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র প্রজন্ম লীগের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবুল খায়ের, বাংল গ্রোসারির স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন মিলেনিয়াম টিভির অগ্রযাত্রায় তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এনএফ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]