‘মাই মম ইজ সুপার ওমেন’ শীর্ষক অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৪ মার্চ ২০১৬

সকল শিশুর কাছেই শ্রেষ্ঠ আশ্রয়স্থল মা। শিশুদের বেড়ে ওঠা ও মনের বিকাশ নির্ভর করে মায়ের ছায়ায়। ফলে মা সব শিশুর কাছেই ‘সুপার ওমেন’। এমন আইডিয়া থেকেই ঢাকাসহ ১০ জেলার স্কুল শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার ‘মাই মম ইজ সুপার ওমেন’ শীর্ষক অংকন প্রতিযোগিতার আয়োজন করে প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার।

‘মা যে আমার সুপার ওমেন তার ছবিটা হবে কেমন? সাদা কালো কিংবা রঙিন আঁকবো আজ মনের মতোন’ -এই স্লোগানকে ধারণ করে শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন স্বামীবাগের মিতালি উচ্চ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় এর চূড়ান্ত প্রতিযোগিতা।

প্রাথমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মধ্যে অভিভাবক ও শিক্ষকদের মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয় এবং শিক্ষার্থীর কাছ থেকে অংকন করা মায়ের ছবি সংগ্রহ করা হয়। আজ (শুক্রবার) স্বামীবাগের মিতালি উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠ ২০ জনকে পুরস্কৃত করা হয়।

প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার এর ব্র্যান্ড ম্যানেজার মাকসুদুর রহমান জাগো নিউজকে বলেন, প্রায় ১৫শ’ শিক্ষার্থীর কাছ থেকে অংকন করা মায়ের ছবি সংগ্রহ করা হয়। এরপর বাছাইকৃত ২শ’ শিক্ষার্থী আজকের অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশ নেয়। এদের মধ্যে ২০ জনের হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেয়া হয়।

WOMEN

এছাড়া বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও জ্ঞান বিজ্ঞানের বই উপহার দেয়া হয় বলেও জানান তিনি।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ আশা।

অনুষ্ঠানে প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার এর ব্র্যান্ড ম্যানেজার মাকসুদুর রহমান, এজিএম (সেলস, ঢাকা ডিভিশন) আব্দুর রব ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।