মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৫ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় লেগুনার হেলপারসহ দু`জন নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনা চালক। শনিবার সকালে মহাসড়কের বানিয়াজুরি ও পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবালয় উপজেলার তেওতা গ্রামের সালামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩২) এবং ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেন (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে মহাসড়কের বানিয়াজুরি এলাকায় একটি লেগুনার চাকা পানচার হয়। চালক ও হেলপার চাকাটি পরিবর্তনের সময় পিছন থেকে একটি মাটির ট্টাক তাদের চাপা দেয়। এতে চালক ও হেলপার দুইজন আহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার আলমগীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

প্রায় একই সময় অপর দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের পুকুরিয়া এলাকায়। পথচারী মোন্তাজ উদ্দিনকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ামিন-উদ্দৌলা জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বি.এম খোরশেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।