সচিবালয়ে ক্রিকেট উত্তেজনা


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৬ মার্চ ২০১৬

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ম্যাচের হিসাব-নিকাশ নিয়ে চলছে আলোচনা। যেন পেশাগত কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আজকের খেলা।    
 
রোববার সকালে অফিসে এসেই চায়ের কাপ হাতে নিয়ে শুরু হয় আলোচনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে আলোচনার গতিও।
 
জানা গেছে, রোববার বিকেলের অনেক মিটিং বাতিল করেছে বিভিন্ন মন্ত্রণালয়। এ তালিকায় জনপ্রশাসন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও রয়েছে।
 
জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব পদ মর্যাদার এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আজকে আর কাজ কিসের ভাই। খেলা নিয়েই ভাবছি। বাংলাদেশ জিতবে তো। হিসাবও কষেছেন ক্রিকেট প্রেমী ওই উপ সচিব। বলেন, বাংলাদেশ এখন যে ফর্মে আছে, অবশ্যই জিতবে।
 
তিনি আরো জানান, ৩টি টিকিট পেয়েছি। স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে মাঠে খেলা দেখব।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারি সচিব বলেন, বিকেলের সব মিটিং বাতিল করা হয়েছে।সবাই খেলা দেখতে যাবে।
 
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া কাপের ফাইনাল। মাঠে নামছে টাইগাররা। বিপক্ষে ভারত। খেলা দেখতে মাঠে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।