নারায়ণগঞ্জে ১২০০ কেজি জাটকা জব্দ


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ থেকে ১ হাজার ২০০ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশন। রোববার সকালে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

নারায়ণগঞ্জ জেলার কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬ উপলক্ষে তাদের একটি টিম রোববার ভোরে বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় যাত্রীবাহী ‘এম গাজী সালাউদ্দিন’ নামের লঞ্চ থেকে মালিকবিহীন অবৈধ ১ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা আটক করে। পরে এগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

শাহাদাৎ হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।