চট্টগ্রামে চার নারী প্রতারক আটক


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৬ মার্চ ২০১৬

প্রেমের ফাঁদে ফেলে যুবকদের কাছ থেকে টাকা-পয়সাসহ মূল্যাবান সামগ্রী হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রামে চার নারীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে নগরীর হালিশহর আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রতারণার শিকার সাদেক নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রতারণার অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা হলেন- বিবি কুলসুম (৪০), পারভিন বেগম আঁখি (২৫), মুক্তার বেগম (২৭) ও জরিনা বেগম (৫০)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর আইস ফ্যাক্টরি রোডের সাদেক নামে এক যুবকের সঙ্গে বিবি কুলসুমের টেলিফোনে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে বিবি কুলসুম সাদেককে তাদের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। শনিবার বিকেলে সাদেক তার এক বন্ধুসহ হালিশহর আবাসিক এলাকার বি ব্লকের খালপাড়ে সুন্নিয়া মাদরাসার পেছনে বিবি কুলসুমের বাসায় যান। বাসায় ঢোকার পরপরই কয়েকজন নারী-পুরুষ এসে তাদের বেঁধে ফেলেন। এ সময় দুই নারী নগ্ন অবস্থায় এসে তাদের পাশে বসেন। এরপর তাদের ছবি তোলা হয়। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তারা এত টাকা দিতে অপরাগতা জানান। পরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে এবং একশ টাকার খালি স্ট্যাম্পে সাদেকের স্বাক্ষর নিয়ে তাদের ছাড়া হয়। সাদেকের মোবাইল ফোনটিও তারা কেড়ে নেন।

সাদেক হালিশহর থানায় এসে এ বিষয়ে অভিযোগ করার পর অভিযানে নামে পুলিশ। গভীর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে প্রথমে বিবি কুলসুম ও পরে বাকি তিনজনকে আটক করা হয়।  

প্রতারক চক্রের বাকী সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

জীবন মুছা/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।