দুই ঘণ্টা পর সিইপিজেড শ্রমিকদের অবরোধ প্রত্যাহার


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৭ মার্চ ২০১৬
ফাইল ছবি

দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড ) শ্রমিকরা। পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে সকাল সাড়ে ১০টায়ে এ অবরোধ প্রত্যাহার করা হয়।

ইয়াং ইন্টারন্যাশনাল নামের কোরিয়ান একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার মূল ফটক বন্ধ করে রাখে। ফলে হাজারো শ্রমিক নিজ কর্মস্থলে প্রবেশ করতে পারেনি।

বেপজার চেয়ারম্যানের পিএস নাসির জানান, প্রায় দু ঘণ্টা পর শ্রমিকরা কর্মস্থলে ফিরে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারী জানান, ইয়াং ইন্টারন্যাশনাল বার্ষিক ইনক্রিমেন্ট কম দেয়ার অভিযোগে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক সময় উত্তেজিত শ্রমিকরা মূল ফটক বন্ধ করে দেয়। তবে আমরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদেরকে কর্মস্থলে ফেরত পাঠিয়েছি।

জীবন মুছা/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।