খুলনায় বিএনপির সমর্থকদের হাতে পুলিশ লাঞ্ছিত


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৮ মার্চ ২০১৬

বিএনপি প্রার্থীকে নির্বাচনী কাজে ঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হাতে লাঞ্চিত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার লবনচরা থানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, হরিণটানা এলাকার রিয়া বাজারে হেদায়েতুল্লাহ মসজিদের একটি ঘর বটিয়াঘাটা উপজেলার হরিণটানা এলাকার চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমানকে ভাড়া দেয়া হয়। কিন্তু গোপালগঞ্জের বাসিন্দা পুলিশ কনস্টেবল মুন্সী ওহিদুজ্জামান লিংকন তা মেনে নিতে পারেননি। তিনি আওয়ামী লীগের প্রার্থী অনুপ কুমারকে ভাড়া দেয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে লিংকন মঙ্গলবার সকালে সেখানে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় বিএনপির সমর্থকরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে তাদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। লিংকন নিজেকে রক্ষা করতে দৌঁড়ে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যান। তাকে সেখানে গিয়ে মারপিট করে অবরুদ্ধ করে রাখেন বিএনপির সমর্থকরা। পরে লবনচরা থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় শহিদ নামে একজনকে আটক করে।

এ ব্যাপারে লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, পুলিশ সদস্য হয়েও ওহিদুজ্জামানা লিংকন সেখানে গিয়ে পক্ষ নিয়ে কথা বলেছেন। ফলে এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে। লিংকন দৌঁড়ে অনুপ কুমারের অফিসে গেলে সেখানে তাকে মারধর করা হয়। তবে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের কোন বিষয় নেই।

তিনি আরও বলেন, কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।