সরকার পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করছে
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছন, বিশেষজ্ঞদের মতামত ও ব্যাপক জনগোষ্ঠীর রায়কে উপেক্ষা করে ভারত ও বাংলাদেশের কিছু মুনাফালোভী ব্যক্তির স্বার্থ হাসিল করতে সরকার পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন অভিমুখে জনযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বিশ্বাসঘাতক প্রকল্প আখ্যা দিয়ে আনু মোহাম্মদ বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ৪ কোটি মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাবে। তাই কোনভাবেই এ প্রকল্প বাস্তবায়িত হতে দেয়া যাবে না।
উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকার পরিকল্পিতভাবে সুন্দরবনকে হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সব শ্রেণি পেশার মানুষকে এ অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জনযাত্রা প্রসঙ্গে আনু মোহাম্মদ বলেন, জনযাত্রার প্রথম দিন ১০ মার্চ ঢাকা-সাভার-মানিকগঞ্জ হয়ে ফরিদপুর পৌঁছাবে। ১১ মার্চ ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ হয়ে যশোর। ১২ মার্চ যশোরের নোয়াপাড়া হয়ে খুলনা এবং ১৩ মার্চ খুলনা-বাগেরহাট-কাটাখালীতে গিয়ে সমাপনী সমাবেশে মিলিত হবে।
‘রামপাল ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের’ দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এ জনযাত্রার আয়োজন করেছে।
জনযাত্রা কর্মসূচির উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
এএস/জেএইচ/এবিএস