অর্থমন্ত্রীকে বিএবির শুভেচ্ছা
মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ব্যাপক জনমত গঠন ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকে মনোনীত হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার তাকে শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে আরো ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিয়ার মুস্তফা আনোয়ার, এন আর বি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিয়ার ফরাসাত আলী, বিএবি’র রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল, এইচ এস বি সি লিমিটেডের সিইও ফ্রানকুইজ ডি ম্যারিকোর্ট, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক লিমিটেডের সিইও আবরার এ. আনোয়ার ও ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।
এসএ/একে/পিআর