ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১১ মার্চ ২০১৬
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তর করার বিষয়ে যে ওয়াদা প্রধানমন্ত্রী করেছেন, তা অক্ষরে অক্ষরে তিনি পূরণ করছেন। ইতোমধ্যে আইসিটি ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়েছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তিতে উন্নত দেশের মতো বাংলাদেশেও সফটওয়্যার পার্ক বা হাইটেক পার্ক নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে।

শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে সার্ক টেক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বরাজ বৈদ্য, সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার প্রমুখ।

আনিসুল হক আরো বলেন, বাংলাদেশ এখন প্রযুক্তি উন্নয়নের দেশ। আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রযুক্তি উন্নয়ন চোখে পড়ার মতো। আগামী পাঁচ বছরে বাংলদেশে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সাধিত হবে।

আরএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।