লাউয়াছড়ায় গভীর বনে পথ হারিয়ে ৯৯৯-এ কল, ২ তরুণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৬ জুন ২০২৩

শাহবাজ বিন আজমাত (২৫) ও ইয়ালিদুজ্জামান (২৬) সোমবার (৫ জুন) দুপুরে শ্রীমঙ্গলে বেড়াতে যান। দুপুর ১২টায় লাউয়াছড়া বনে প্রবেশ করে ফেরার সময় পথ হারিয়ে ফেলেন তারা। পরে ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চাইলে ৪ ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানান টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা।

তিনি জানান, সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে শাহবাজ বিন আজমাত ও ইয়ালিদুজ্জামান লাউয়াছড়া বনে কোনো গাইড না নিয়েই ৩ ঘণ্টার ট্রেইল ধরে এগুতে থাকেন। কিন্তু ফেরার পথে রাস্তা হারিয়ে গহীন জঙ্গলের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে চলে যায়।

তখন তারা একটি টিলাতে উঠে ৯৯৯-এ কল দেয়। বিকেল সাড়ে ৫টায় ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের একটি দল বনবিভাগ ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৯টায় দুই পর্যটককে উদ্ধার করা হয়।

জানা গেছে, তারা গতকাল ঢাকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এবং বৃষ্টি বিলাশ রিসোর্টে রাত্রি যাপন করেন। উদ্ধারের পর তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আরএসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।