বিএনপি ইউপি নির্বাচনে প্রার্থীই দিতে পারছে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:০০ পিএম, ১২ মার্চ ২০১৬

বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীই দিতে পারছে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার বিকেল ৫টায় আকস্মিক চাঁদপুরের মতলব সেতু পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, দুই উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলে এ এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। চাঁদপুরের মতলব সেতুর প্রায় অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রধান, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ্ব উদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য, ধনাগোদা নদীর উপর মতলব সেতু প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। আগামী ২০১৭ সালের মধ্যে এ সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।