লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৩ মার্চ ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ‘কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন-২০১৬’ এ অংশ নেয়ার জন্য রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

লন্ডন অবস্থানকালে তিনি সিপিএ সদর দফতর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। একই সময় তিনি সেখানে সিপিএ-কানাডা শাখার প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করবেন।

স্পিকার শিরীন শারমিন ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশে যাত্রা করবেন এবং লুসাকায় ১৯ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)  ১৩৪তম সম্মেলনে যোগ দেবেন। তিনি ২২ মার্চ ঢাকা ফিরবেন।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।