পাটকে বিশ্ব দরবারে ব্র্যান্ডিং হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ


প্রকাশিত: ১০:৫০ এএম, ১৩ মার্চ ২০১৬

বাংলাদশের সোনালী আঁশ খ্যাত পাটকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পাটজাত পণ্য ব্যবহার করে এ ব্র্যান্ডিং এর সুপারিশ করা হয়।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, কুজেন্দ্র লাল ত্রিপুরা অংশ নেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের আগামী তিন বছরের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন; রেশম বোর্ডের প্রকল্প ধারণা পত্র ও আগামী এক বছরের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা; পাটনীতি সম্পর্কে আলোচনা; বি.জে.এম.সির বর্তমান অবস্থা এবং করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
 
বৈঠকে পাটের বহুমুখী ব্যবহার উৎসাহিত করার জন্য পাটপণ্য প্রদর্শনী মেলায় দিকনির্দেশনা প্রদান এবং পাট পণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করায় কমিটির পক্ষ থেকে পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

পলিথিনের ব্যবহার রোধকল্পে পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য ভবিষ্যতে বাণিজ্যমেলায় পাটপণ্যের আলাদা প্যাভিলিয়ন স্থাপন এবং প্রতিটি জেলায় পাটপণ্য প্রদর্শনীর আয়োজন করা। সেই সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাকে আরো আধুনিক ও গতিশীল করার জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রনয়ণ করে তাতে কি পরিমাণ বাজেট বরাদ্দ দরকার তা আগামী বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়।

দেশে এবং দেশের বাইরে পাটজাত পণ্যের বহুমূখী বাজার সম্প্রসারণের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে মন্ত্রণালয়ে আলাদা গবেষণা সেল স্থাপন করার সুপারিশ করা হয়।
    
এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।