সবুজবাগে অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৩ মার্চ ২০১৬

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৮টি চোরাই রিকশা ও  ২০টি এপিট্রা-২ ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; কমল ওরফে কামাল হোসেন, মো. জসিম ও মো. শফিক।
 
ডিএমপির মিডিয়া অ্যাড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মারুফ হোসেন সরদার জানান, গ্রেফতারকৃতরা রাজধানীসহ বিভিন্ন স্থানে অবস্থান করে প্রথমে নিরীহ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে। পরবর্তীতে কৌশলে বিষাক্ত ট্যাবলেট দ্বারা তৈরি পাউডার মিশ্রিত চা, ডাবের পানি, কোমল পানীয় এর সাথে মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করার পর তাদের মূল্যবান সম্পদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
 
ডিবির (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।