দলীয় কর্মীকে পেটালো রাবি ছাত্রলীগ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে অন্য গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার রাতে মাদার বখশ হলের টিভি কক্ষে খেলা দেখার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটানয় আহত ওই শিক্ষার্থীর নাম নাঈম আহমেদ। তিনি ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রলীগ কর্মী নাঈম রুনু-কিবরিয়া গ্রুপের অনুসারী। গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ রুনু সাংগাঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ-ওমানের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার সময় নাঈম পেছনের চেয়ারে বসেছিল। এ সময় অন্য ছাত্রলীগ গ্রুপের নেতা সাকিবুুল হাসান বাকির অনুসারী রিফাত, আরাফাত, বাপ্পীসহ অন্যান্যরা নাঈমের সামনে বসেছিল। এ সময় নাঈম খেলা দেখার জন্য তার সামনে বসা ছাত্রলীগ কর্মীদের মাথা অন্যদিকে কাত করতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকটি হয়। এক পর্যায়ে নাঈমকে পেটাতে শুরু করে রিফাতসহ অন্যান্যরা। পরে সেখান থেকে নাঈমকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আসাদুজ্জামান রিফাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু জাগো নিউজকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এর মধ্যে আরাফাত ও বাপ্পী মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী নয়। তাই তাদের আগামীকাল সকাল ১০টায় হল থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’
রাশেদ রিন্টু/এসএস/এমএস