বরিশালে নদী রক্ষা দিবসে মানববন্ধন


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৪ মার্চ ২০১৬

কীর্তনখোলা নদীসহ সকল নদী খালের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধ এবং সমন্বিত নদী ব্যবহার পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বরিশালে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে আর্ন্তজাতিক নদী রক্ষা দিবসে কীর্তনখোলা নদীর তীরে এই কর্মসূচির আয়োজন করে সম্মিলিত উদ্যাপন পর্ষদ।

কর্মসূচি উদ্যাপন পর্ষদের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, কীর্তনখোলা নদী দখল করে স্থাপনা তৈরি করেছে ৩০৬ জন অবৈধ দখলদার। বিআইিব্লিউটিএ এসব দখলদারদের চিহ্নিত করলেও বছরের পর বছর পার হলেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দখলদারদের বিরুদ্ধে অচিরেই প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।  

তিনি আরও বলেন, এক সময় বরিশাল নগরীতে ২২টি খাল বহমান থাকলেও এখন মাত্র ২টি খাল টিকে আছে। এই খাল দুটিও অবৈধ দখলদারের কবলে হারিয়ে যাওয়ার অপেক্ষায়। ৮২ জন দখলদারের কবলে নগরীর অন্যতম জেল খাল এখন ভাগাড়ে পরিণত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাতাস বিষিয়ে তুলছে।

মানবন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- পিপিওর নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আঞ্চলিক ম্যানেজার লিংকন বায়েন, ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।