যশোরে ‘গায়ের জোরের’ নির্বাচন হচ্ছে


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৪ মার্চ ২০১৬

যশোরে ‘গায়ের জোরের’ নির্বাচন হচ্ছে। যশোরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদগুলো ‘নদীর চর দখলের মত’ দখলের চেষ্টা করছেন ক্ষমতাসীনরা। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন বিএনপির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।

এ সময় অভিযোগ করে বলা হয়, ইতোমধ্যে যশোর সদরের তিনটি ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থীকে জোর করে ও ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আগামী ২২ মার্চ যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে এবং ৩১ মার্চ সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলাতেই মনোনয়নপত্র জমা দেয়ার আগে থেকেই বিএনপির প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, সর্বশেষ সদরের আরবপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী এনামুল হক চঞ্চল ও নরেন্দ্রপুরে বিএনপির প্রার্থী আবদুস সালামকে হুমকি, ধামকি ও ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এখন এই তিনটি ইউনিয়নে আ.লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
 
নেতৃবৃন্দ অভিযোগ করেন, রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহারের সময় থাকলেও রাতেও প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নিতে বাধ্য করেছে প্রতিপক্ষ আ.লীগের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দরা দাবি করেন, সদর ও মণিরামপুরের সবকটি ইউনিয়নের বিএনপি প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের ভয় দেখানো হচ্ছে। অনেকে ভোট চাইতে বাইরে বের হতে পারছেন না। প্রার্থী এবং কর্মীরা অসহায় হয়ে পড়েছেন। কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই অবস্থায় কোনোভাবেই নিরপেক্ষ ভোট হতে পারে না।

নেতৃবৃন্দ, জনগনের ইচ্ছা অনুযায়ী ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হক, সহসভাপতি মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা শাখার সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।