রাজধানীর দুই ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৪ মার্চ ২০১৬

রাজধানীর কলাবাগান ও শেরে-বাংলা-নগর এলাকায় ডাচ ফার্মা ও আল রাজি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফার্মেসি দু’টিকে ৪ লাখ টাকা জরিমানা করেন।

সোমবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত র‌্যাব-২ এর অতিরিক্ত এসপি মিজানুর রহমানের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ইয়াছির আরাফাত জানান, ওষুধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ব্যতিত ১৯ ধরনের ওষুধ আমদানি ও বিক্রয়, মজুদ রাখা, ডিএআর ব্যতিত ওষুধ মজুদ রাখা, জার্মানি, ডেনমার্ক, চীনের নাম করা ফার্মাসিউটিক্যালস এর নামে মোড়ক লেবেল তৈরি করে আসছিল কলাবাগান ও শেরে-বাংলা-নগরের ডাচ ফার্মা ও আল রাজী ফার্মেসি।

এছাড়া ব্লাড ব্যাগে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে মজুদ করার নির্দেশনা থাকলেও উন্মুক্ত স্থানে বিপুল পরিমাণ ব্লাড ব্যাগ মজুদ রাখা; উৎপাদনের লাইসেন্স ব্যতীত রি-প্যাকিং করা; প্রশিক্ষণ প্রাপ্ত কোন লোক না থাকা; মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য মজুদ করা, অ্যান্টিবায়োটিক, অনুনোমোদিত ওষুধ বিক্রির জন্য মজুদ করার অপরাধে ফার্মেসিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১৯৪০ সনের ড্রাগ অ্যাক্টের ১৮ ও ২৭ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ডাচ ফার্মার মালিক বাবুল সরর্দারকে (৪৬) ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং একই আইনে আল রাজী ফার্মেসির মালিক মো. ইফতেখারুল আলমকে (৪৫) ১৯৪০ সনের ড্রাগ অ্যাক্টের ১৮ ও ২৭ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।