ঝিনাইদহে রবি শস্যের ব্যাপক ক্ষতি : বিপাকে চাষীরা


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৫ মার্চ ২০১৬

বৈরী আবহাওয়ার কারণে ঝিনাইদহের শৈলকুপায় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন চাষীরা।

শৈলকুপা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার হেক্টর রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫২৫০ হেক্টর গম, ৪০৫০ হেক্টর মশুর ও ৬১৩৫ হেক্টর পেঁয়াজ ক্ষেত রয়েছে। ফেব্রুয়ারি মাসে হঠাৎ বৃষ্টির পর অধিক ভ্যাপসা গরমে এসব ফসল নষ্ট হয়েছে। তবে পেঁয়াজ ক্ষেতে পাতা মরা রোগ দেখা দিলেও দেরিতে রোপণকৃত কিছু কিছু এলাকার ফসল ভাল রয়েছে।

মনোহরপুর গ্রামের চাষী আব্দুল মতিন জানান, এ বছর বিঘা প্রতি মশুরের ফলন হবে ২ থেকে ৩ মণ যা গত বছর ছিল ৩ গুণ।

Jhendiah

বিজুলিয়া গ্রামের বাচ্চু মোল্লা বলেন, গরমে মাঠের পর মাঠ গম কালো হয়ে চিটায় পরিণত হয়েছে। সবুজ ফসলের বুকে এখন শুধুই খড়ার ঘা, গম চাষীদের মাথায় হাত উঠেছে।

ব্রহ্মপুর গ্রামের আশরাফ আলী জানান, প্রতিটি গমের ডগা প্রথমে সাদা হয়ে কয়েক দিনের মধ্যেই কালো রং ধারণ করছে। অপরদিকে পেঁয়াজ ক্ষেতের পাতা মরা রোগ শুরু হয়েছে। পর্যাপ্ত শীতের পরিবর্তে ভ্যাপসা গরমে এ বছর রবি ফসরের ফলন বিপর্যয়ে পড়েছে বলে বিভিন্ন গ্রামের চাষীরা জানান।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, এ বছর শীত কম পড়ায় গমের ফলন কম হয়েছে এবং গরমের পর পরই বৃষ্টিতে ফুল-ফলে ভরে ওঠা মশুর ক্ষেত নষ্ট হয়েছে। আবহাওয়া জলবায়ুগত কারণে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে চাষীরা তাদের কাঙ্ক্ষিত ফসল থেকে বঞ্চিত হচ্ছেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।