কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ-বিদ্রোহীর
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মূলত লড়াই হবে আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে। আগামী ২০ মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখানে মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু।
কমিশন আরও জানায়, কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৭,১০৩ জন। মোট ১৯ ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি ঝুঁকিপূর্ণ। আড়পাড়া শীবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২টি বেশি ঝুঁকিপূর্ণ।
ভোটারদের সঙ্গে কথা জানা যায়, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী আগে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পৌর যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মন্টুও পৌরসভার কাউন্সিলর ছিলেন। গত ২০১১ সালের পৌর নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করে ১১৪০ ভোট পেয়ে পরাজিত হন। বিএনপির ২ জন মেয়র প্রার্থী থাকলেও তাদের নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না।
মাসুদুর রহমান মন্টু জানান, তিনি বিদ্রোহী প্রার্থী না। তিনি দল থেকে মনোয়নপত্র চাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচন সুষ্ঠু হলে তিনি জয়ী হবেন বলে আশাবাদী।
আলহাজ্ব মকছেদ আলী জানান, তিনি দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ভোট সুষ্ঠু হবে এবং নির্বাচনে তিনি জয়ী হবেন।
এসএস/পিআর