চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশে বিপুলসংখ্যক অস্ত্রসহ মো. আনোয়ার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফাতারের সময় আনোয়ারের বাড়ি থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কার্তুজ, তিনটি বন্দুকের বাটবিহীন নল, তিনটি চাপাতি, পাঁচটি ছোটবড় ছুরি ও একটি ধামা উদ্ধার করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়াখোলা এলাকায় ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ আরও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
এমডিআইএইচ/এসএএইচ